Date : 2024-04-25

লড়াই জারি রাখার বার্তা ঐশীর

ওয়েব ডেস্ক : লড়াইটা ছিলই কিন্তু সেই লড়াইকে এবার আরও জোরদার ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন রবিবার জেএনইউ ক্যাম্পাসে আক্রান্ত হওয়া ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ।ছাত্রদের ওপর বর্বোরোচিত আক্রমনের প্রতিবাদে আগামী ৮ ই জানুয়ারী দেশজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আক্রান্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে।এর পাশাপাশি জেএনইউর উপাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

রবিবার জেএনইউ ক্যাম্পাসে ঢুকে গার্লস হস্টেলে তাণ্ডব চালায় এক দল গুন্ডা বাহিনী। ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষকে মারধর করা হয় বেধড়কভাবে।ফাটিয়ে দেওয়া হয় মাথা।বহিরাগতদের লাঠির আঘাতে আহত হন বেশ কয়েকজন ছাত্রী।হামলার অভিযোগের তির উঠেছে এবিভিপির দিকে।এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ঐশী জানান, “ফি বৃদ্ধির আন্দোলন বন্ধ করার জন্য এর আগেও বারবার হামলা করা হয়েছে। কিন্তু ব্যর্থ হয়েছে ওরা। তাই এবার গুন্ডা দিয়ে হামলা করা হয়েছে।” এর পাশাপাশি উপাচার্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ঐশী।