Date : 2024-04-19

#Breaking News নির্ভয়াকাণ্ড: ফাঁসির নির্দেশ বহাল ৪ অভিযুক্তের…

ওয়েব ডেস্ক: দীর্ঘ ৭ বছর বিচারের জন্য লড়াই করে অবশেষে সুবিচার পেতে চলেছে নির্ভয়ার পরিবার। ২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে দিল্লির পাতিয়ালা আদালতে দোষী সাব্যস্তদের ফাঁসি দেওয়া হবে। এদিন সকাল ৭ টা থেকে তিহাড় জেলে ৪ দোষী সাব্যস্তের ফাঁসি কার্যকর করা হবে। বুধবার তিহাড় জেল থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৪ দোষী মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় সিংকে এই রায় শোনান বিচারক সতীশ অরোরা। তবে ৪ জন দোষী সাব্যস্তকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে বিকল্প আইনি সাহায্য নেওয়ার জন্য। সেই অনুযায়ী পাতিয়ালা হাউস কোর্টের মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে শুধুমাত্র অক্ষয় গুপ্ত বাদে বাকি ৩ জনের হয়ে আবেদন করতে পারেন ধর্ষকপক্ষের আইনজীবী এপি সিং। তবে বিশেষজ্ঞ মহলের মত, আবেদন করেও বিরাট কিছু পরিবর্তন হওয়ার নয়। সেক্ষেত্রে ২২ জানুয়ারি ফাঁসি হতে চলেছে ৪ জনের।মঙ্গলবার সকাল থেকেই এই মামলার চূড়ান্ত রায়ের দিকে নজর ছিল গোটা দেশের।মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ চার ধর্ষককে ফাঁসি ঝোলানোর বিষয়ে সবুজ সংকেত দেন পাতিয়ালা হাউস কোর্টের বিচারক। বিচারক সই করেন মৃত্যুদণ্ডের রায়ের কাগজে। মৃত্যুদণ্ডের আদেশ শোনার পরেই খুশির আমেজ ছড়িয়ে পরে নির্ভয়াকাণ্ড মামলার রায় শোনার জন্য অপেক্ষারত মানুষ, সর্বপরি নির্ভয়ার পরিবারের মধ্যে।