Date : 2022-08-14

পথ দুর্ঘটনায় গুরুতর জখম শাবানা আজমি…

ওয়েব ডেস্ক: পথ দুর্ঘটনায় গুরুতর জখম শাবানা আজমি। জানা যাচ্ছে মুম্বই পুনে এক্সপ্রেসওয়ের কাছে লরি ও গাড়ি দুর্ঘটনায় জখম হন অভিনেত্রী। ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে খালাপুর নামক স্থানে দুপুর ৩:৩০ নাগাদ। পুলিশ সুপারেন্টেন্ড অনিল পারাসকর জানিয়েছেন, গাড়িটি চলন্ত অবস্থায় একটি লরিতে ধাক্কা দেয়। এই মুহূর্তে মুম্বইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে শাবানা আজমিকে।

ওই একই গাড়িতে ছিলেন জাভেদ আখতার। অজ্ঞাত পরিচয়ের এক মহিলা সহ গাড়ির চালক গুরুতর আহত।মুম্বইয়ের হাইওয়ে পেট্রোলিং পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

বিস্তারিত আসছে…