ওয়েব ডেস্ক: বছরের শেষে ইনকাম ট্যাক্স নিয়ে মাথায় হাত পড়ে অনেকেরই। এবার থেকে ইনকাম ট্যাক্স না দিলেও আপনার শাস্তি হবে না। ভাবছেন কিভাবে? না, এই দেশের কথা বলছি না। ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে গেলে আপনাকে এই তেরোটি দেশের মধ্যে যে কোন একটি দেশের নাগরিক হতে হবে। ভারত, আমেরিকা, চিন, রাশিয়া এবং ইংল্যান্ড উন্নয়নশীল দেশগুলি এখন বিশ্ব অর্থনীতির শীর্ষস্থানাধিকারী। এই সমস্ত দেশের প্রত্যেকটি নাগরিককে ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর দিতে হয়। আয়কর না দিলে রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। সেদিক থেকে বিচার করলে আইন ফাঁকি দেওয়ার তালিকাটাও অনেক বড়।
সেই তালিকায় আছেন অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু এমন ১৩টি দেশ আছে যেখানে আয়কর না দিলেও চলে। এ্যাঙ্গুইলা, অ্যান্টিগুয়া ও বার্বুডা, বাহামা, বাহরাইন, বারমুডা, ব্রুনাই দারুসসালাম, কেম্যান দ্বীপপুঞ্জ, কুয়েত, ওমান, কাতার, সেন্ট কিটস ও নেভিস, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এসব দেশর নাগরিক হলে আয়কর নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আয়কর না দিলেও আপনার অপরাধ মাফ হতে পারে।