Date : 2024-04-27

ভূতে ধরেছে ভেবে ঝাড়ফুঁক! চিকিৎসার অভাবে মৃত্যু ২ শিশুর

মালদা: ভূতে ধরেছে, এই দোহাই দিয়ে তুমুল ঝাড়ফুঁকের জেরে প্রাণ গেল দুই শিশুর। এমন মধ্যযুগীয় বর্বরতার উদাহরণ দেখলো মালদাবাসী। সূত্রের খবর, মাঠে খেলাধুলো করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়ে চার শিশু। অসুস্থ শিশুদের হাসপাতালে না নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করার জন্য ওঝার দ্বারস্থ হয় তাদের পরিবার। এরপরেই ঘটে বিপত্তি। দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক, ভূত তাড়ানোর ক্রিয়া করার পর দুজন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওঝার কীর্তিতে কোন কাজ না হওয়ায় অবশেষে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দেখে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

ব্যস্ততা কোন বাধাই নয়, ভালোবাসার দিনে অফিসেই বিয়ে করলেন IAS-IPS দম্পতি

অন্যদিকে ঝাড়ফুঁকের হাত থেকে কোনমতে রক্ষা পাওয়া বাকি দুইজন শিশু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। হাসপাতাল সূত্রে খবর মাঠে খেলার সময় বিষাক্ত কিছু খেয়ে ফেলে ওই চারজন শিশু। বিষক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ে তাদের দেহে। শিশুদের সুস্থ করতে হাসপাতালে না গিয়ে তাদের পরিবার কিভাবে ওঝার কাছে নিয়ে গেল সেই নিয়ে উঠছে প্রশ্ন। যে শতাব্দীতে বিজ্ঞান ছুঁয়েছে চাঁদের মাটি সেই সময়ে দাঁড়িয়ে সমাজের কোণে কিভাবেই ছড়িয়ে রয়েছে কুসংস্কারের অন্ধকার! মানব সভ্যতাকে ফের একবার সেই প্রশ্নের সম্মুখীন করল মালদার ঘটনা।