Date : 2021-10-20

করোনা ভাইরাসের জের, জলসায় ভক্তদের দেখা দেবেন না অমিতাভ

রবিবার মানেই জলসায় অমিতাভ দর্শন। অমিতাভ বচ্চনের ভক্তদের এই রীতিতে ছেদ টানল নোভেল করোনা ভাইরাস। আপাতত জলসায় প্রতি রবিবার ভক্ত ও অনুরাগীদের দেখা দেবেন না অমিতাভ।

নোভেল করোনার জেরে যে কোনও রকম জমায়েতই এড়িয়ে যাওয়ার কথা বারবার ঘোষিত হচ্ছে সরকারিস্তরে। খেলার মাঠ থেকে সিনেমা হল, বাদ নেই কোনও কিছুই। এই পরিস্থিতিতে ছোটখাট জমায়েতও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফি রবিবার তাঁর মুম্বইয়ের বাসভবন জলসায় ভক্তদের সঙ্গে দেখা করেন এই বর্ষীয়ান অভিনেতা। কয়েক দশক ধরে চলে আসছে এই দর্শন। করোনা ভাইরাস ছেদ টানল সেই দর্শনে। অমিতাভ বচ্চন এক টুইট বার্তায় জানিয়েছেন, আপাতত তিনি জলসায় ভক্তদের সঙ্গে দেখা করবেন না। নিজের ও উপস্থিত অনুরাগীদের স্বাস্থ্যের কথা ভেবেই তাঁর এই সিদ্ধান্ত।