Date : 2024-03-28

রণজি ফাইনালে বাংলার প্রতিপক্ষ সৌরাষ্ট্র, সেমিফাইনালে সৌরাষ্ট্রের কাছে ৯২ রানে হারল গুজরাত

১৩ বছরের খরা কাটিয়ে রণজি ট্রফির ফাইনালে উঠেছে বাংলা। ফাইনালে বাংলার প্রতিপক্ষও ঠিক হয়ে গেল। ৯ মার্চ শুরু হতে চলা ফাইনালে বাংলার প্রতিপক্ষ সৌরাষ্ট্র।

গুজরাত-সৌরাষ্ট্র সেমিফাইনালে বুধবার ছিল পঞ্চম দিন। সেই শেষ দিনে রুদ্ধশ্বাস টান নেয় ম্যাচের গতিপ্রকৃতি। ম্যাচ জেতার জন্য গুজরাতকে দ্বিতীয় ইনিংসে ৩২৫ রানের টার্গেট দেয় সৌরাষ্ট্র। একসময় ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাত। সেই জায়গা থেকে দলকে টেনে তোলেন গুজরাতের অধিনায়ক পার্থিব প্যাটেল। সি গান্ধীকে সঙ্গী করে দুরন্ত পার্টনারশিপ গড়ে তোলেন পার্থিব। দলগত ২২১ রানের মাথায় সেই পার্টনারশিপে ছেদ পড়ে। ব্যক্তিগত ৯৩ রানে আউট হল পার্থিব। এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি গুজরাতের ইনিংস। আর ১৩ রানেই মুড়িয়ে যায় বাকি ইনিংস। ৩২৫ রানের লক্ষ্যে ২৩৪ রানেই অল আউট হয়ে যায় গুজরাত।

সৌরাষ্ট্রকে ফাইনালে তুলতে বড় ভূমিকা নেন পেসার জয়দেব উনাদকাট। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে একাই তুললেন ৭ উইকেট। সব মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়ে নায়ক উনাদকাট।

৯ মার্চ রণজি ট্রফির ফাইনাল। ট্রফি জিততে গেলে সৌরাষ্ট্রের বাধা টপকানোই এখন বাংলার শেষ চ্যালেঞ্জ।