Date : 2021-01-25

হ্যাপি বার্থ ডে, ৫৬ বছরে পা দিলেন বলিউড অভিনেতা আমির খান

মহম্মদ আমির হুসেন খান। গোটা বিশ্ব তাঁকে আমির খান বলেই চেনে। সেই বিখ্যাত বলিউড অভিনেতা আমির খান ৫৫ বছর পূর্ণ করলেন। ১৪ মার্চ পা দিলেন ৫৬ বছরে। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

কয়ামত সে কয়ামত তক, দিল, সরফরোস, দঙ্গলের নায়ক আমির খান বলিউডে মিস্টার পারফেকসনিস্ট বলেই পরিচিত। কাজের প্রশ্নে অসম্ভব খুঁতখুঁতে। সেই পরিশ্রমই তাঁকে নিয়ে গিয়েছে নতুন উচ্চতায়।

বয়স তাঁর কাছে নেহাতই সংখ্যা। শুভ জন্মদিনে বয়সে এক বছর বড় হলেন ঠিকই, তবে কর্মকাণ্ডে তারুণ্যেরই প্রতীক তিনি।