Date : 2024-03-19

অনুরোধ আইন নিজের হাতে তুলে নেবেন না, করোনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ক্রমশ বাড়ছে জ্বর-সর্দিকাশির উপসর্গ। বাড়ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক বার্তায় তিনি বলেছেন, ” সতর্ক থাকুন, ভালো থাকুন। বিদেশ থেকে বা অন্য রাজ্য থেকে যারা এসেছেন তারা ১৪ দিন বাড়িতে থাকুন। নিজেকে আলাদা রাখুন। বাকিদের সুস্থ রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যদের ব্যবহার করতে দেবেন না। বিশ্বামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। আতঙ্কিত হবেন না। আতঙ্ক ছড়াবেন না। রাজ্যবাসীকে অনুরোধ আইন নিজের হাতে তুলে নেবেন না। সে রকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ-প্রশাসনকে খবর দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। “