Date : 2022-08-18

৬০ বছর বয়সে বিয়ে করলেন কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক

বয়স শুধুমাত্র একটা সংখ্যা। প্রেম বা ভালোবাসায় বয়স কোনও বাধা নয়। বাধা নয় বিয়েতেও। সেই আপ্তবাক্য মেনেই ষাট বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক।

দেখতে দেখতে ষাটের কোটায় পা রেখেছেন মুকুল। বহুদিনের রাজনৈতিক নেতা। ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গেই তাঁর ঘর-সংসার। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন সেই মুকুল। দিল্লির এক পাঁচতারা হোটেলে বিয়ে করলেন বহু দিনের বান্ধবী রবিনা খুরানাকে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, আনন্দ শর্মা-সহ বেশ কয়েকজন। নবদম্পতিকে শুভেচ্ছা জানান অতিথি-অভ্যাগতরা।