Date : 2024-05-08

দক্ষিণেশ্বর মন্দির বন্ধ নয়, নিয়ন্ত্রিত হচ্ছে ভক্তদের ভিড়

ওয়েব ডেস্ক : মা ভবতারিণীর অধিস্থান দক্ষিণেশ্বর মন্দিরে। প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম হয় এখানে। বিশেষ বিশেষ দিনে লক্ষাধিক মানুষের ভিড় হয়। করোনা ভাইরাসের জেরে সেই দক্ষিণেশ্বর মন্দিরেও এখন বিশেষ সতর্কতা। মন্দিরের দরজা বন্ধ না করে আপাতত সুরক্ষা ও সচেতনতাতেই জোর দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা

মন্দিরের সম্পাদক কুশল চৌধুরী জানিয়েছেন, মন্দির চত্বরে একসঙ্গে ৩০ জনের বেশি প্রবেশ নিয়ন্ত্রিত হচ্ছে। মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য ১০ জনকে ঢুকতে দেওয়া হচ্ছে। এই ১০ জনের মধ্যেও দূরত্ব বজায় রাখা হচ্ছে।