Date : 2024-04-25

করোনার ধাক্কা, এক বছরের জন্য পিছিয়ে গেল ইউরো কাপ, স্থগিত কোপা আমেরিকা

নোভেল করোনা ভাইরাসের জেরে এক বছরের জন্য পিছিয়ে গেল বিশ্ব ফুটবলের অন্যতম মেগা টুর্নামেন্ট ইউরো। চলতি বছরের জুন-জুলাইয়ের পরিবর্তে ইউরো কাপ হবে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই। সরকারিভাবে এই ঘোষণা করেছে উয়েফা।

ইউরোর ইতিহাসে কোনও দিন এই প্রতিযোগিতা পিছিয়ে যায়নি। এবার সেটাই করতে বাধ্য হলেন আয়োজকরা। ২৪ টি দেশকে নিয়ে প্রতিযোগিতা শুরুর সব প্রস্তুতিই চলছিল জোরকদমে। কিন্তু ইউরোপ জুড়ে যেভাবে নোভেল করোনা ছড়িয়ে পড়েছে তাতে ঝুঁকি নিতে রাজি নন আয়োজকরা।

ইউরোর মতোই এক বছরের জন্য পিছিয়ে গিয়েছে কোপা আমেরিকাও। চলতি বছরের ১২ জুন থেকে ১২ জুলাই এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। নতুন ঘোষণা অনুযায়ী ২০২১ সালে একই সময়ে প্রতিযোগিতা হতে পারে।