ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত প্রাণ গিয়েছে ৩ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫। এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে নোভেল করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তা জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রীকে লেখা সেই চিঠি টুইটারে পোস্টও করেছেন রাজ্যপাল।