Date : 2021-01-22

কখনও ভাবিনি কলকাতাকে এভাবে দেখব, বললেন সৌরভ

দেশের অধিকাংশ জায়গায় লকডাউন। গোটা রাজ্যেও লকডাউন। নেতা থেকে অভিনেতা, শিল্পী থেকে লেখক কার্যত সবাই ঘরবন্দি। চির প্রাণবন্ত কলকাতাও লকডাউনে শান্ত, ধীর, স্থির। হইচই আর মিছিলের শহর যেন জাদুকাঠির ছোঁয়ায় ঘুমিয়ে পড়েছে। রাস্তাঘাটে লোকজন নেই। যানবাহন যেন ভোজবাজির মতো ভ্যানিশ। কলকাতার এই ছবিটা বিশ্বাসই করতে পারছেন না বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবার এক টুইট বার্তায় সৌরভ বলেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না এটা কলকাতার ছবি। কখনও ভাবতেও পারিনি কলকাতাকে এভাবে দেখব। সকলে সাবধান থাকুন। পরিস্থিতির উন্নতি হবেই। অনেক স্নেহ এবং ভালোবাসা সবার জন্য।’