Date : 2024-04-26

করোনা নিয়ে গুজব ও মিথ্যা খবর রুখতে কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা, অ্যাডমিনরা সাবধান

নোভেল করোনা ভাইরাস ক্রমশ ছড়াচ্ছে দেশে। তার থেকেও বেশি ছড়াচ্ছে আতঙ্ক। সেই আতঙ্ক দূর করতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি একযোগে কাজ করছে। কিন্তু এর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের লেখালেখি, মতামত অনেককে বিভ্রান্ত করছে। তারা বুঝতে পারছেন না কোনটা ঠিক। এই প্রেক্ষিতে গুজব ও মিথ্যা খবর রুখতে শনিবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। ওই নির্দেশিকা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাডমিনদের সতর্ক করা হয়েছে। বিভিন্ন রকম লেখালেখির ক্ষেত্রে ও তথ্যের আদানপ্রদানের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে অ্যাডমিনদের। নির্দেশ অমান্যে ২০১১ সালের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সরকার আইনানুগ ব্যবস্থা নেবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে।