Date : 2024-03-28

আইসিসি টি ২০ মহিলা বিশ্বকাপে এভারেস্টের শিখরে অস্ট্রেলিয়া, মুকুটে পঞ্চমবার সেরার তাজ

প্রথম ২০ ওভারেই কার্যত শেষ হয়ে গিয়েছিল ফাইনাল। ভারতের সামনে ১৮৫ রানের টার্গেট রাখার পরেই ম্যাচ জেতার প্রশ্নে অ্যাডভান্টেজ নিয়ে নেয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত তাই হয়েছে। ভারতকে ৮৫ রানে হারিয়ে পঞ্চমবার আইসিসি টি-২০ বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

গ্রুপ লিগে এই ভারতের কাছেই হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। সেই হার থেকে যা শিক্ষা নেওয়ার সবই বোধহয় ফাইনালের জন্য তুলে রেখেছিল চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইেকেটে ১৮৪ রান। দুই ওপেনার ঝড় তুললেন। অ্যালিসা হিলি ৩৯ বলে ৭৫। অপর ওপেনার মুনি ৫৪ বলে অপরাজিত ৭৮।

১৮৫ রানের লক্ষ্যে শুরু থেকেই নড়বড়ে ভারত। শেফালি ফিরলেন ব্যক্তিগত ২ রানে। মান্ধানা ১১, জেমাইমা ০, হরমনপ্রীত ৪। ৩০ রানের মধ্যেই ভারতের চার ব্যাটসম্যান প্যাভিলিয়নে। এরপর যা কিছু হল নেহাতই নিয়মরক্ষার। কনকাসন সাব হিসাবে বাংলার মেয়ে রিচা চেষ্টা করেছিলেন। ১৮ বলে ১৮। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। শেষপর্যন্ত ১৯.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।