Date : 2024-04-19

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ল, জিএসটি রিটার্ন জমা দেওয়া যাবে ৩০ জুন পর্যন্ত

করোনার প্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হয়েছে চলতি অর্থবর্ষ। ২০১৯০-২০ অর্থবর্ষ তিন মাসের জন্য পিছিয়ে দিয়ে জুন মাস পর্যন্ত করা হয়েছে। এরই মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। ২০১৮-১৯ অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে করা হল ৩০ জুন পর্যন্ত। জিএসটি রিটার্নও জমা দেওয়া যাবে ৩০ জুন পর্যন্ত। প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ছিল ৩১ মার্চ পর্যন্ত। তা বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।