Date : 2020-10-28

আগামী ৩০ দিন ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ, দায়িত্ব আপনারও

নোভেল করোনা ভাইরাসে ভারতে সংক্রমিতের সংখ্যা শতাধিক। এ পর্যন্ত মারা গিয়েছেন ৩ জন। একশো তিরিশ কোটির দেশে সংখ্যাটা হয়তো ভয় পাওয়ার মতো কিছু নয়। বিশেষজ্ঞদের মতে, ইবোলা বা সার্সের তুলনায় করোনায় মৃত্যুহার কম। কিন্তু এই ভাইরাস অতি দ্রুত ছড়ায়। ফলে সংক্রমিতের সংখ্যা বিপুল হয়। তাই সংক্রমিতের খুব কম শতাংশ লোকও যদি মারা যান তাহলেও ভারতে সংখ্যাটা হতে পারে। বিশেষজ্ঞরা তাই বলছেন, চিন বা ইতালির মতো পরিস্থিতি আটকাতে আগামী ৩০ দিন ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ।