চলতি মাসেই বেলজিয়ামের ব্রাসেলসে ভারত-ইউরোপিয়ান ইউনিয়নের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে সেই বৈঠক আপাতত পিছিয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বৈঠক না হওয়াই বাঞ্ছনীয় বলে মনে করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর বাতিলের কথা বৃহস্পতিবার জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
করোনা ভাইরাসের জের, ব্রাসেলস সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
