আই লিগে ছুটছে মোহনবাগানের অশ্বমেধের ঘোড়া। ১৪ ম্যাচে সংগ্রহ ৩৫ পয়েন্ট। ১১ টি জয়, দুটি ড্র, একটি হার। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়নের খেতাব পকেটে পুরতে মোহনবাগানের প্রয়োজন সর্বাধিক ৬ পয়েন্ট।
সেই ৬ পয়েন্ট পরবর্তী দুটি হোম ম্যাচ থেকেই তুলে নিতে চাইছেন কিবু ভিকুনা। বৃহস্পতিবার কল্যাণীতে মোহনবাগানের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি।
প্রথম লেগে চেন্নাই সিটি এফসিকে তাদের ঘরের মাঠেই ৩-২ গোলে হারিয়েছিল মোহনবাগান। হোম ম্যাচে ফের জয় তুলে নিতে টিম গেমেই ভরসা মোহনবাগানের। চোটের জন্য নেই সাইরাস। কার্ড সমস্যায় খেলতে পারবেন না তুর্সনভ। ১০ মার্চ মোহনবাগান খেলবে আইজলের সঙ্গে। এই জোড়া ম্যাচ থেকে প্রিয় দল কাঙ্খিত ৬ পয়েন্ট তুলে নিতে পারবে বলেই আশাবাদী মোহনবাগান সমর্থকরা।