Date : 2024-04-25

রণজির ফাইনালে রাজকোটে বাংলা-সৌরাষ্ট্র হাড্ডাহাড্ডি লড়াই

রাজকোটে রণজি ফাইনালের দ্বিতীয় দিনে সৌরাষ্ট্রের ব্যাটিং আপের বিরুদ্ধে নাছোড় লড়াই চালালেন বাংলার বোলাররা। দ্বিতীয় দিনের প্রথম দুটি সেশন শুধুই সৌরাষ্ট্রের। ষষ্ঠ উইকেটে ভাসাভাদার সঙ্গে জুটি বাঁধেন পুজারা। হাজার চেষ্টা করেও সেই জুটি ভাঙতে ব্যর্থ হন বাংলার বোলাররা। শতরান করেন ভাসাভাদা। অর্ধশতরান করেন পুজারা। দুজনে মিলে ১৪২ রানের পার্টনারশিপ গড়েন। এরপর সেই পার্টনারশিপ ভাঙেন শাহবাজ। ১০৬ রানে ভাসাভাদাকে ফিরিয়ে দেন শাহবাজ। এরপর ফিরলেন পুজারা। ৬৬ রানে তাঁকে ফেরালেন মুকেশ। মুকেশের বলে দ্রুত ফিরলেন প্রেরক মানকাদ। দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্র ৮ উইকেটে ৩৮৪ রান। আসলে ১৬০ ওভার ব্যাট করলেও কখনই দ্রুত গতিতে রান তুলতে পারেনি সৌরাষ্ট্র। যার পুরো কৃতিত্ব বাংলার বোলারদের। এখন যা পরিস্থিতি তাতে প্রথম ইনিংসের স্কোরই ম্যাচের রেজাল্ট ঠিক করে দিতে পারে। সে ক্ষেত্রে দায়িত্ব বাংলার ব্যাটসম্যানদের কাঁধেই যেতে চলেছে।