Date : 2021-04-15

এক বছরের জন্য পিছিয়ে গেল টোকিও অলিম্পিক্স, সায় আইওসির

সব জল্পনার অবসান। অবশেষে এক বছরের জন্য পিছিয়ে গেল টোকিও অলিম্পিক্স। চলতি বছরের জুলাই মাসে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস সব আয়োজন ভেস্তে দিল। গোটা বিশ্বজুড়েই কার্যত লকডাউন। ঘরবন্দি অ্যাথলিটরা। প্রস্তুতির কোনও সুযোগই নেই। চাপ বাড়ছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি বা আইওসির ওপরে। কিন্তু রীতি মেনে চার বছর অন্তর অলিম্পিক্স আয়োজন করতে মরিয়া ছিল আইওসি। তবে বাস্তব বড় নির্মম। হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছেন। বেশ কয়েকটি দেশ কার্যত মৃত্যুপুরী। এই পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আবেদন জানান, অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার জন্য। সেই প্রস্তাবে প্রথমে নিমরাজি হলেও শেষপর্যন্ত মেনে নেন আইওসি সভাপতি থমাস বাক।