Date : 2024-05-03

দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন, এটাও একধরনের কার্ফু, বললেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার মাঝরাত থেকে গোটা দেশে জারি লকডাউন। চলবে একটানা ২১ দিন। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লকডাউন যে একধরনের কার্ফু, এই লকডাউন যে কঠোরভাবে লাগু হবে তাও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে গত রবিবার প্রধানমন্ত্রীর আহবানে ১৪ ঘণ্টার জনতা কার্ফুতে ব্যাপক সাড়া দেন দেশবাসী। সেজন্য দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ছেলে-বুড়ো-মহিলা-পুরুষ সবাই যেভাবে সামিল হন, সাড়া দেন তা ভারতবাসীর একতার পরিচয় বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু দেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, করোনা যেভাবে থাবা বসাচ্ছে তাতে আরও বেশি কিছু প্রয়োজন সময়ের দাবি। সেকথাই উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। প্রত্যেক দেশবাসীকে একথা মাথায় রাখতে হবে, লকডাউন মানে বাড়ির মধ্যে থাকতে হবে। কোনওভাবেই বাড়ির বাইরে বের হওয়া চলবে না।