Date : 2024-04-29

এ সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

রোদ ঝলমলে আবহাওয়ায় দোল ও হোলি। বসন্ত উৎসব পালনের আদর্শ পরিস্থিতি। তবে চলতি সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলা জুড়ে।

সোমবার কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে ০.৩ মিলিমিটার।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিম হিমালয়ে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হবে মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। ফলে সেই পরিবর্তনের আঁচ পড়বে রাজ্যেও।