Date : 2024-04-26

ইয়েস ব্যাঙ্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য, পুনরুজ্জীবন প্যাকেজ ঘোষণার ঠিক আগে ব্যাঙ্ক থেকে উঠেছিল ২৬৫ কোটি !

নোটবন্দির সময় অভিযোগটা উঠেছিল। ইয়েস ব্যাঙ্কের ক্ষেত্রেও সেই একই চাঞ্চল্যকর তথ্য। বেসরকারি ওই ব্যাঙ্কের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পুনরুজ্জীবন প্যাকেজ ঘোষণার ২৪ ঘণ্টা আগেই ব্যাঙ্ক থেকে ২৬৫ কোটি টাকা তুলে নিয়েছিল গুজরাতের এক সংস্থা। ভদোদরা পুরসভার সঙ্গে কাজ করা ওই সংস্থার নাম ভদোদরা স্মার্ট সিটি ডেভেলপমেন্ট কোম্পানি বলে সূত্রের খবর।

ইয়েস ব্যাঙ্কের ভরাডুবির জেরে ওই ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে সীমা বেঁধে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা তুলতে পারবেন ৩ এপ্রিলের মধ্যে। এরবেশি টাকা কোনও গ্রাহকই তুলে নিতে পারবেন না। সেখানেই প্রশ্ন উঠছে। গুজরাতের ওই সংস্থার ঠিক ২৪ ঘণ্টা আগেই ওই পরিমাণ টাকা তুলে নেওয়া কী কাকতালীয় ঘটনা নাকি আগেভাগেই কেউ তাদের সতর্ক করেছিল।

সূত্রের খবর, গুজরাতের ওই সংস্থা সম্প্রতি স্মার্ট সিটি প্রকল্প বাবদ কেন্দ্রীয় অনুদান হিসাবে ওই টাকা পেয়েছিল। যা রাখা হয়েছিল ভদোদরায় ইয়েস ব্যাঙ্কেরই একটি শাখায়।