Date : 2024-04-20

রাজ্যের বিভিন্ন জেলায় আটকে পড়া শ্রমিকদের ধৈর্য ধরতে বললেন মুখ্যমন্ত্রী

লকডাউনে রাজ্যেরই বিভিন্ন জেলায় আটকা পড়ে গিয়েছেন হাজার-হাজার বাসিন্দা। এর মধ্যে সিংহভাগই শ্রমিক। যারা কর্মসূত্রে বা অন্য কোনও কারণে ভিন জেলায় গিয়েছিলেন। ঘোষণা হওয়ায় কেউই বাড়ি ফিরতে পারেননি। এতেই দেখা দিয়েছে বিপত্তি। হাতে থাকা পুঁজি প্রায় সকলেরই শেষ। যারা করোনা সংক্রমণে সন্দেহের তালিকায় ছিলেন তাঁদের কেউ কেউ কোয়ারেন্টিনের মেয়াদও শেষ করে ফেলেছেন। কিন্তু বাড়ি ফেরা আর হয়নি। কবে ফিরবেন, কীভাবে ফিরবেন এ সব প্রশ্নেই তাঁদের দিনরাত কাটছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, এইসব শ্রমিকদের ধৈর্য ধরতে হবে। স্বাস্থ্য পরীক্ষার পরেই সময়মতো ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে। ভিনরাজ্যে আটকে পড়া রাজ্যের শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, রাজ্য সরকার টাকা পাঠানোর ব্যবস্থা করবে।