Date : 2024-03-28

দেশজুড়ে ৪২৯১টি করোনা সংক্রমণে তবলিঘি যোগ, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭৯২। মারা গিয়েছেন ৪৮৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ২০১৪ জন। শনিবার সাংবাদিক বৈঠকে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল।

দেশে করোনা সংক্রমণ প্রসঙ্গে শনিবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট সংক্রমণে ৪২৯১টি ক্ষেত্রেই দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জমায়েতের যোগ রয়েছে। সিঙ্গল সোর্সের এই জমায়েত থেকেই সংক্রমিতরা ছড়িয়ে পড়েছেন ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। তবলিঘি যোগের রাজ্যভিত্তিক সেই সংক্রমণের হারও দেওয়া হয়েছে। তামিলনাড়ুর ক্ষেত্রে ৮৪ শতাংশ, দিল্লি ৬৩ শতাংশ, তেলেঙ্গানায় ৭৯ শতাংশ, উত্তরপ্রদেশে ৫৯ শতাংশ ও অন্ধ্রপ্রদেশে ৬১ শতাংশ।