Date : 2024-04-17

দ্বিতীয় দফার লকডাউনে কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় স্বরাষ্ট্রমন্ত্রকের, ছাড় কৃষি, ১০০ দিনের কাজে

প্রথম দফায় ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল ২১ দিনের লকডাউন পার করেছে দেশ। ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার লকডাউন। চলবে ৩ মে পর্যন্ত। দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ ১৯ দিনের। এই দ্বিতীয় দফার লকডাউন চলাকালীন হটস্পটের বাইরে থাকা এলাকায় নির্দিষ্ট কিছু ক্ষেেত্রে শর্তসাপেক্ষে ছাড়ের কথা ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ এপ্রিল সব রাজ্যকে এ ব্যাপারে নয়া নির্দেশিকা পাঠানো হয়েছে। নয়া এই নির্দেশিকায় আগের নির্দেশিকার অধিকাংশই একইভাবে বলবৎ রাখা হয়েছে। ছাড় মিলেছে নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই। এর মধ্যে রয়েছে ব্যাঙ্কিং, কৃষিকাজ, ১০০ দিনের কাজ, ই-কমার্স, তথ্য প্রযুক্তি, আন্তঃরাজ্য পরিবহণ, ফিসারিজ, অ্যানিমাল হ্যাজবেন্ড্রি, নির্দিষ্টি কিছু কৃষিজ মান্ডি থেকে কৃষিজ দ্রবের বিক্রিবাটা, দুধ, দুগ্ধজাত দ্রব্য, পোলট্রি, চা, কফি, রবার চাষ-সহ আরও কয়েকটি ক্ষেত্র।