Date : 2024-04-26

চিকিৎসক নিগ্রহে কড়া আইন কেন্দ্রের, ৭ বছর পর্যন্ত জেল, জারি অর্ডিন্যান্স

দেশজুড়ে করোনা আতঙ্ক। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জীবন আর মৃত্যুর মাঝখানে এখন ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরা। দিনরাত এক করে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তাঁরা। কিন্তু একশ্রেণির মানুষ সেই চিকিৎসকদেরই নিশানা করছেন। নিগ্রহ করছেন। এলাকা ছাড়ার ফরমান জারি করছেন। এই পরিস্থিতিতে কড়া হাতেই ব্যবস্থা নেওয়ার পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী প্রকাশ জাওড়েকর জানান, চিকিৎসক নিগ্রহ রুখতে কড়া আইন আনছে সরকার। চিকিৎসক নিগ্রহের ক্ষেত্রে ৭ বছর পর্যন্ত জেল, সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কিছু ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে। হামলার তদন্ত করবেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং তদন্তের শুনানি শেষ করতে হবে ১ বছরের মধ্যে। কড়া এই আইন লাগু করতে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রীয় সরকার।