Date : 2024-04-25

আমেরিকায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ৫০ হাজার, চোখের জলও ফুরিয়ে আসছে মার্কিনিদের

মাত্র দু-মাসেরও কম সময়। একটা দেশ থেকে মারা গেলেন ৫০ হাজারেরও বেশি মানুষ। শুক্রবার ভারতীয় সময় রাত ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী আমেরিকায় নোভেল করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৭০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৮৯ হাজার ৩৯১ জন। বিশ্বের বাকি সব দেশের মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যানই এই মুহূর্তে তুচ্ছ আমেরিকার তুলনায়। সুস্থ সবল মানুষ একে একে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। দিনরাত এক করে কাজ করে চলা চিকিৎসকরা দেখছেন কীভাবে মৃত্যু কেড়ে নিচ্ছে এক একটি অমূল্য প্রাণ। হাইড্রক্সিক্লোরোকুইনের ওপর ভরসা করেছিল আমেরিকা। কিন্তু তা কাজে দেয়নি। ফলে আপাতত শুধু মৃত্যুই গুণে চলেছে বিশ্বের সর্বাধিক ক্ষমতাধর দেশটি।