Date : 2024-04-26

রাজ্যে লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। যার মেয়াদ শেষ হবে আগামী ১৪ এপ্রিল। এরপর কী। লকডাউন উঠে যাবে নাকি চলবে। তা নিয়ে দেশজুড়ে চড়ছে জল্পনার পারদ। এরই মধ্যে শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্বিক করোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে আলোচনা হয় সেখানে। জানতে চাওয়া হয় সব রাজ্যের মতামত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানোর পক্ষেই সওয়াল করেন। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন। ঘোষণা করেন, রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথাই বলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে ১০ জুন পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মতোই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।