Date : 2024-04-29

২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর, বিস্তারিত জানালেন অর্থমন্ত্রী

করোনার বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত গোটা বিশ্ব। আমেরিকা, ব্রিটেন, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ কেউ বাদ নেই। গোটা বিশ্বে ৪২ লক্ষের বেশি মানুষ আক্রান্ত। মারা গিয়েছেন প্রায় ২ লক্ষ ৯০ হাজার মানুষ। ভারতেও ক্রমশ ছড়াচ্ছে করোনা সংক্রমণ। মারা গিয়েছেন দু-হাজারের বেশি মানুষ। লকডাউনের ৪৯ দিনে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী তাই প্রথমেই বলেন, একটা ভাইরাস বিশ্বকে নতজানু করে দিয়েছে। মানবজাতি যেন একটা সংগ্রামে নেমেছে। সঙ্কটের এই মুহূর্তে বিশ্বকে পথ দেখাতে পারে ভারতও।

সেই ভারত যা আত্মনির্ভর। কিন্তু ভারতের অর্থনীতির চাকাই যে আধ হাত মাটির নিচে বসে গিয়েছে? শ্রমিক ও কৃষকদের দুর্দশার অন্ত নেই। রেশনের চালের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন একটা বড় অংশের মানুষ। তাদের দিকে তাকিয়েই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের। এই প্যাকেজ ক্ষুদ্র ও শিল্পের জন্য, এমএসএমই-র জন্য, শ্রমিক, কৃষক ও মধ্যবিত্তের জন্য। ২০ লক্ষ কোটি টাকা অর্থাৎ যা ভারতের মোট জিডিপির ১০ শতাংশ।