Date : 2024-03-19

স্কুল কবে খুলবে, প্রতীক্ষায় ছাত্রছাত্রীরা, তাড়াহুড়ো চান না অভিভাবকরা

রাজ্যে তাড়াহুড়ো করে স্কুল খোলার দরকার নেই। এমনটাই মত অভিভাবকদের একাংশের। রাজ্যে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীরা কতটা সুরক্ষিত থাকবে তা নিয়ে বেশ চিন্তিত তারা। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। তবে কি জুন শেষ হলেই স্কুল খুলবে। অভিভাবক আর ছাত্রছাত্রীদের কাছে এটাই এখন প্রশ্ন। কেন্দ্রীয় সরকারি সূত্রের মতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, রেল ও নগরোন্নয়ন মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধন করে প্রতিনিয়ত পরিস্থিতির পর্যালোচনা করা হবে। তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত। যদি জুলাইয়ে সংক্রমণের হার কম তাহলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবা হবে।