বিদ্যুতের বিলের কোনও মা-বাপ নেই। দ্বিগুণ, তিনগুণ, পাঁচগুণ থেকে দশগুণ। কারোর কারোর তারও বেশি। করোনা পরিস্থিতিতে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা সিইএসসি ঘরে-ঘরে যে বিদ্যুতের বিল পাঠিয়েছে তা দেখে চক্ষু চড়কগাছ বহু গ্রাহকের। অনেকে বুঝেই উঠতে পারছেন না তারা বিদ্যুৎ ব্যবহার করেছেন নাকি চারবেলা খেয়েছেন। কস্মিনকালে এমন অস্বাভাবিক বিল মেটাতে হয়নি তাঁদের। ফলে ক্ষোভ চরমে। সংবাদপত্রে শনিবার এর অবশ্য একটা জবাব দিয়েছে সিইএসসি কর্তৃপক্ষ। সেই ব্যাখ্যায় অবশ্য খুশি হতে পারেননি অধিকাংশ ভুক্তভোগী। তাদের কথায়, সিইএসসির ব্যাখ্যায় আসল উত্তরটাই নেই।