Date : 2021-10-20

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ছাড়াল, মৃত্যু বেড়ে ২৯৮৬১

করোনা সংক্রমণে ১১ লক্ষের পরে এবার ১২ লক্ষের গন্ডীও পার করল ভারত। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫৭২০ জন। কোনও একদিনের বিচারে যা সর্বাধিক। এর ফলে ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১১২৯ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৬১। তবে পুরো ছবিটাই হতাশার নয়। সুস্থও হয়ে উঠছেন বহু সংখ্যক মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনা মুক্ত হয়েছেন ৭ লক্ষ ৮২ হাজার ৬০৬ জন। ফলে হাসপাতালে চিকিৎসাধীন এমন রোগীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ১৬৭।