Date : 2024-04-26

অগাস্টে রাজ্যে ৭ দিন সম্পূর্ণ লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জুলাই মাসে তিনদিনের পরে অগাস্ট মাসে রাজ্য জুড়ে ৭ দিন সম্পূর্ণ লকডাউন হবে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এই দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অগাস্টের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ ও ৩১, এই ৭ দিন সম্পূর্ণ লকডাউন হবে। অর্থাৎ ওইসব দিনে জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। স্কুল, কলেজ, দোকান, বাজার, সরকারি-বেসরকারি অফিস, বাস, মিনিবাস, ট্যাক্সি, টোটো, অটো সব বন্ধ থাকবে। রাজ্যে স্কুল-কলেজ বর্তমানে বন্ধই রয়েছে। স্কুল-কলেজের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল-কলেজ খোলার কোনও সম্ভাবনা নেই। সব ঠিক থাকলে স্কুল-কলেজ খুলতে পারে ৫ সেপ্টেম্বর। সে ক্ষেত্রে ক্লাস হতে পারে একদিন অন্তর।

মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে প্রথমে অগাস্টে ১০ দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২২, ২৩, ২৯ ও ৩০ অগাস্ট সম্পূর্ণ লকডাউন হবে বলে ঘোষণা করেন তিনি। কিছুক্ষণ পরে ফের সাংবাদিক সম্মেলন করে লকডাউনের দিন সংশোধন করা হয়। নতুন দিন হিসাবে ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪ ও ৩১, এই ৯ দিনের কথা জানান তিনি। এর পর রাতে ফের সংশোধন। সম্পূর্ণ লকডাউন থেকে বাদ দেওয়া হয় ২ ও ৯ অগাস্টকে। ফলে সংশোধিত চূড়ান্ত পূর্ণ লকডাউন হচ্ছে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ ও ৩১ অগাস্ট।