২০২১ সালে বাংলা বিজয়ের স্বপ্ন দেখছে বিজেপি। স্বপ্ন ঘাসফুল মুড়িয়ে দিয়ে পদ্মফুল ফোটানোর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৪২টির মধ্যে ১৮টি আসনে জয় অনেকটাই আত্মবিশ্বাসী করেছে গেরুয়া শিবিরকে। সেই সময় এর অনেকটাই কৃতিত্ব দিলীপ ঘোষের পাশাপাশি মুকুল রায়কেই দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২০২১ সালের ভোটে মুকুল ফের ম্যাজিক দেখাবেন এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু কোথায় যেন সুর কেটেছে। তাই দিল্লিতে বঙ্গ বিজয়ের মহা গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝপথেই কলকাতায় ফিরতে দেখা গেল মুকুল রায়কে। কেন ফিরলেন? বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের মুকুল বললেন, দিল্লিতে যে ৪-৫ দিনের বৈঠক হবে তা তাঁর জানা ছিল না। হ্যাঁ, ঠিক এই কথাই বলেছেন মুকুল। না হয় জানাই ছিল না, তা হলেও ফিরে এলেন কেন। এবার মুকুলের জবাব, চোখের চিকিৎসার কারণে তড়িঘড়ি ফিরতে হয়েছে তাঁকে। মুকুল রায়ের এই জবাব নিয়েই চলছে জল্পনা। মাঝপথে ফিরে আসা, বৈঠকের মেয়াদ না জানা সবই জল্পনার পারদ চড়াচ্ছে। তবে কি অন্য কোনও ব্যাপার ঘটছে তলে-তলে? যা ক্রমশ প্রকাশ্য?