Date : 2024-04-20

১৫ অগাস্টের মধ্যে মেটাতে হবে বকেয়া স্কুল ফি, অভিভাবকদের নির্দেশ কলকাতা হাইকোর্টের

করোনা আবহে বেসরকারি স্কুলগুলির চাওয়া বিভিন্ন ফি নিয়ে বিবাদ চরমে ওঠে। একযোগে এর প্রতিবাদ করেন অভিভাবকরা। স্কুলে-স্কুলে বিক্ষোভেও সামিল হন তারা। তাদের বক্তব্য ছিল, পরিস্থিতির সুযোগ নিয়ে অনায্যভাবে অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করে বকেয়া আদায়ের চেষ্টা হচ্ছে। এইসব অভিযোগ সামনে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। কমবেশি ১১২টি বেসরকারি স্কুলের অভিভাবকদের পক্ষ থেকে দায়ের হওয়া সেই জনস্বার্থ মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত যা যা বকেয়া তা ১৫ অগাস্টের মধ্যে মিটিয়ে দিতে হবে অভিভাবকদের। যদি পুরোটা সম্ভব না হয়, সে ক্ষেত্রে অন্তত ৮০ শতাংশ মিটিয়ে দিলেও চলবে। এই মামলার পরবর্তী শুনানি হবে অগাস্টের মাঝামাঝি কোনও সময়ে।