Date : 2024-04-20

গুজরাত নয়, বহিরাগতরাও নয়, বাংলা শাসন করবে বাংলাই, একুশে বার্তা মমতার

করোনা সঙ্কটের মধ্যেই রাজ্যে একুশের বিধানসভা ভোটের ডঙ্কা বেজে গিয়েছে। ডঙ্কাটা আগেই বাজিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। ভার্চুয়াল জনসভায় পশ্চিমবঙ্গে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন তিনি। সেই ভার্চুয়াল জনসভার জবাব ভার্চুয়ালেই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই তৃণমূলের শহিদ স্মরণের বক্তৃতায় তাঁর স্পষ্ট রাজনৈতিক বার্তা, গুজরাত থেকে বাংলা শাসন হবে না। বহিরাগতরাও এই রাজ্য চালাবে না। বাংলা পরিচালিত হবে বাংলা থেকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছেন তাঁরা। কেন্দ্রীয় সরকার পদে পদে বাংলাকে অসম্মান করছে, বাংলার সরকার ফেলার চক্রান্ত করছে বলেও তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে তাঁর ঘোষণা, একুশের ভোটে জয়ী হবে এই একুশে জুলাইয়েই সর্বকালীন সর্ববৃহৎ সভা করবে তৃণমূল। তৃণমূল ক্ষমতায় ফিরলে রাজ্যের সব মানুষকে ফ্রিতে রেশন, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ পাবেন বলেও জানিয়েছেন তিনি। তৃণমূল সুপ্রিমোর বক্তব্যকে অবশ্য কটাক্ষের সুরেই ফিরিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, উনিশে অর্ধেক সাফ হয়ে গিয়েছে তৃণমূল, বাকিটাও সাফ হয়ে যাবে একুশের ভোটে। সেইসময় জনসভা নয়, পথসভা করতে হবে তৃণমূলনেত্রীকে আর সেই পথসভায় ২১টা লোকও হয়তো থাকবে না।