Date : 2021-01-19

উচ্চমাধ্যমিকে রেকর্ড পাশ, এই প্রথম চারজন ফার্স্ট

৫০০ নম্বরের মধ্যে ৪৯৯। সেই নম্বর পেয়েছেন চারজন। ফলে নয়া রেকর্ড উচ্চমাধ্যমিকের ইতিহাসে। এই প্রথম একসঙ্গে চারজন প্রথম স্থানাধিকারী। ৪৯৮ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন ৯ জন। সেটাও রেকর্ড। তৃতীয় স্থান দখল করেছেন একসঙ্গে ১৫ জন। নিঃসন্দেহে সেটাও রেকর্ড। বস্তুত উচ্চমাধ্যমিকের ফলে এবার রেকর্ডের ছড়াছড়ি। ২০১৯ সালে সার্বিক পাশের হার ছিল ৮৬.২৯ শতাংশ। এবার তা বেড়ে হয়েছে ৯০.১৩ শতাংশ। যে সব জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি তার মধ্যে নাম রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, কালিম্পং ও ঝাড়গ্রামের।