Date : 2024-03-29

রাজ্যে ফের বদল পূর্ণাঙ্গ লকডাউনের দিন, নবান্নকে তির বিরোধীদের

আগে ঘোষিত ছিল চলতি মাসের ২৮ অগাস্ট রাজ্যে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন হবে। কিন্তু তা হচ্ছে না। বুধবার নবান্নের নয়া ঘোষণা, ২৮ অগাস্টের লকডাউন প্রত্যাহার করা হচ্ছে। তবে পূর্ব ঘোষিত অগাস্ট মাসের বাকি দিনগুলিতে (২০,২১,২৭ ও ৩১ অগাস্ট) পূর্ণ লকডাউন হবে। কেন বাতিল করা হল ২৮ অগাস্টের লকডাউন? বলা হচ্ছে, ২৭ তারিখ লকডাউন রয়েছে। ২৯ ও ৩০ তারিখ যথাক্রমে শনি ও রবিবার, ব্যাঙ্ক বন্ধ থাকে। ৩১ তারিখ ফের লকডাউন রয়েছে। অর্থাৎ ২৭ থেকে ৩১ পর্যন্ত ধরলে পাঁচ দিন ব্যাঙ্কের কাজকর্ম আটকে যাবে। তাই একদিন বাদ দেওয়ায় গ্রাহক ও ব্যাঙ্ককর্মীদের সুবিধা হবে। যদিও ভিন্নমতও উঠে আসছে। ২৮ তারিখ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী। একইদিনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে তৃণমূল ছাত্র পরিষদও। দুই ছাত্র সংগঠনের তরফ থেকেই নাকি বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে বিরোধী দলগুলি বারবার এভাবে দিন পরিবর্তন হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছে। বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বক্তব্য, পূর্ণ লকডাউন নিয়ে ছেলেখেলা করছে এই সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই এই সিদ্ধান্ত। আর বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, এই সরকার এতই অযোগ্য যে ঘোষিত লকডাউনের দিনও বজায় রাখতে পারে না।