Date : 2024-04-18

ভগবান রাম ভারতীয় সংস্কৃতির আধার, অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করে বললেন প্রধানমন্ত্রী

গত নভেম্বরে রামজন্মভূমি-বাবরি মসজিদ আইনি বিতর্কে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল এর পর থেকেই। সেই প্রতীক্ষারই অবসান হল ৫ অগাস্ট, বুধবার। অযোধ্যায় ভূমিপুজোর মাধ্যমে শুরু হল রামমন্দির নির্মাণের কাজ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, সরসঙ্ঘচালক মোহন ভাগবত। আমন্ত্রিত ছিলেন আরও কয়েকজন। এদিন ৪০ কেজি ওজনের রূপোর ইট দিয়ে মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তার আগে প্রধানমন্ত্রীর নামে সঙ্কল্প পাঠ হয়। অযোধ্যা পৌঁছে প্রথমে হনুমানগড়ির মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেখানে মন্দিরের তরফে তাঁকে রুপোর মুকুট উপহার দেওয়া হয়। এরপর রামলালার মূর্তি দর্শন করেন মোদী। করেন আরতি।

শিলান্যাসের পরে দীর্ঘ বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভগবান শ্রীরাম ভারতীয় সংস্কৃতির আধার ও মর্যাদা। তিনি মর্যাদা পুরুষোত্তম। এই রামমন্দির গড়ে তোলার জন্য দেশের এমন কোনও জায়গা নেই যেখানকার মানুষ প্রাণ বলিদান দেননি। আজ গোটা বিশ্বে রামের নামে জয়ধ্বনি শোনা যাচ্ছে।”