২০১৭ সালে ইতালিতে বিয়ের আসর বসেছিল। চার হাত এক হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা। সুখী দাম্পত্য জীবনের বহু ছবি গত চার বছর ধরে দেখেছেন বিশ্ববাসী। এবার আরও একটা সুখবর। যা বৃহস্পতিবার নিজেই ট্যুইট করে জানিয়েছেন বিরাট। অনুষ্কার সঙ্গে তাঁর একটি ছবি দিয়ে বিরাট জানিয়েছেন, দুই থেকে তাঁরা এবার তিন হতে চলেছেন। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। এরপরই শুভেচ্ছার বন্যায় ভেসে যান বিরুষ্কা। সামাজিক মাধ্যমে দুজনকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অসংখ্য ব্যক্তি।