দলে আসবেন কিনা তা সংশ্লিষ্ট ব্যক্তিই ঠিক করবেন। তবে বিজেপির জন্য সকলের দরজা খোলা। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা উসকে দিয়ে একথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার নিউটাউনে বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে জল্পনা। শুভেন্দু অধিকারীকে অনেক বড় নেতা বলে চিহ্নিত করে দিলীপবাবু কৌশলী বার্তাই দিতে চেয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারনা।