Date : 2024-04-27

সুশান্ত মামলায় সিবিআই তদন্ত, বিহার সরকারের আর্জি মানল কেন্দ্রীয় সরকার

বিহারের ভূমিপুত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মুম্বই পুলিশ ও বিহার পুলিশের টানাপোড়েন অব্যাহত। এরই মধ্যে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীর সেই আর্জিতেই সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তে কেন্দ্রীয় সম্মতির কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। শীর্ষ আদালতও জানিয়েছে, সত্য উদঘাটন হোক। একইসঙ্গে মহারাষ্ট্র সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে সুশান্ত মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে হবে।

মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর দায়ের করা একটি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র তদন্তে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানান বিহার সরকারের পক্ষের আইনজীবী মুকুল রোহতগি।