Date : 2024-04-26

স্বাধীনতা দিবসে ধোনির ধামাকা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস ঘোষণা

যা ছিল জল্পনা, তাই সত্যি হল ১৫ অগাস্ট। ঠিক স্বাধীনতা দিবসের দিনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একদিনের ক্রিকেট, টেস্ট ও টি-২০ কোনও ধরনের ক্রিকেটেই আর ভারতের হয়ে মাঠে নামতে দেখা যাবে না ধোনিকে। শনিবার ইনস্টাগ্রামে ভিডিও পোস্টের মাধ্যমে তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানান ক্যাপ্টেন কুল। লিখেছেন, সন্ধে ৭.২৯ থেকে আমাকে প্রাক্তন বলে মনে করবেন। একইসঙ্গে সমর্থন ও ভালোবাসার জন্য অনুরাগীদের জানিয়েছেন তাঁর ধন্যবাদ।

দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এম এস ধোনি মানেই সুপার ক্লাস। ভারতীয় ক্রিকেটকে গর্বিত করা। সাফল্যে ভরিয়ে দেওয়া। ২০১১ সালে তাঁর নেতৃত্বেই দ্বিতীয়বার আইসিসি ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। জিতিয়েছেন আইসিসি টি-২০ বিশ্বকাপ। ভারতকে জিতিয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তিন তিনটি সর্বোচ্চ পর্যায়ের ট্রফি ভারতের আর কোনও ক্রিকেট অধিনায়কেরই নেই।