Date : 2024-03-29

করোনার জন্য কাজ ফেলে রাখা যাবে না, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

সোমবারের পরে মঙ্গলবার। টানা দ্বিতীয় দিন নবান্ন থেকে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বৈঠক হয় দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলাকে নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন আসবে ও যাবে, কাজ ফেলে রাখা যাবে না। সরকার থাকবে, আপনারাও থাকবেন। উন্নয়নের কাজ থেমে থাকবে না। এ প্রসঙ্গেই প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, সেপ্টেম্বর মাসের মধ্যে রাজ্যের প্রকল্পের কাজ শেষ করতে হবে। করোনা ভাইরাসের জন্য আমরা যদি সব কাজ বন্ধ করে, দরজা বন্ধ করে বসে থাকি তাহলে কী করে হবে।