Date : 2024-04-26

আদালত অবমাননার মামলা, দোষী সাব্যস্ত আইনজীবী প্রশান্ত ভূষণ

আদালত অবমাননার মামলায় বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তাঁকে দোষী সাব্যস্ত করে। এই মামলায় সাজা ঘোষণা হবে ২০ অগাস্ট।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের ভূমিকা নিয়ে সম্প্রতি দুটি টুইট করেছিলেন প্রশান্ত ভূষণ। সেই দুটি টুইটকে ঘিরেই বিতর্কে জড়ান তিনি। দেশের প্রধান বিচারপতি এ এস বোবদের হেলমেটহীন অবস্থান সুপারবাইকে চড়া নিয়ে প্রশান্ত ভূষণ একটু টুইট করেছিলেন। তাতে তিনি প্রশ্ন তুলেছিলেন, প্রধান বিচারপতি হওয়া সত্ত্বেও হেলমেট পড়েননি বোবদে। যদিও ছবিতে দেখা যায় সুপারবাইকের পাঁশে দাঁড়িয়েছিলেন প্রধান বিচারপতি। প্রশান্ত ভূষণ নিজের ভুল বুঝতে পেরে নিজের এই টুইটটির জন্য দুঃখপ্রকাশ করেন ও ক্ষমা চেয়ে নেন। কিন্তু তার আর একটি টুইট নিয়ে ব্যাপক জলঘোলা হয়। সেই টুইটে সুপ্রিম কোর্টের চার বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, বিচারপতিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হলে তা আদালতের মর্যাদাহানির পর্যায়ে পড়ে না। বিষয়টি সংবিধান স্বীকৃত বাক স্বাধীনতার অঙ্গ বলেও দাবি করেন তিনি। কিন্তু বরফ গলেনি। প্রশান্ত ভূষণও নিজের অবস্থান থেকে সরে আসেননি। হয় আদালত অবমাননার মামলা। সেই মামলাতেই শুক্রবার প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করেছে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।