Date : 2024-03-28

প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট, অনাদায়ে ৩ মাস কারাদণ্ড

আদালত অবমাননার মামলায় আইনজীবী প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। সোমবার এই সাজার কথাই শোনাল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালতের নির্দেশ, জরিমানা দিতে ব্যর্থ হলে দিতে হবে তিনমাসের কারাদণ্ড হবে বা তিন বছরের জন্য কোনও মামলায় আইনজীবী হিসাবে অংশ নিতে পারবেন না প্রশান্ত ভূষণ। বিচার ব্যবস্থা নিয়ে সম্প্রতি দুটি টুইট করেছিলেন বর্ষীয়ান এই আইনজীবী। তা নিয়ে বিতর্ক দেখা দেয়। প্রশ্ন ওঠে আদালত অবমাননারও। সেই মামলায় দোষী সাব্যস্ত হন প্রশান্ত। এরপরও সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ক্ষমা চাইলে তাঁকে কোনও সাজা দেওয়া হবে না। কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন প্রশান্ত। তিনি জানিয়ে দেন, ক্ষমা তিনি চাইবেন না, আদালত তাকে সাজা দিক। প্রশান্তের এই অনড় অবস্থানই বুঝিয়ে দেয়, বিচার ব্যবস্থার ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে তিনি ঠিক কী বলতে বা বোঝাতে চাইছেন।