Date : 2024-04-18

সেপ্টেম্বরে রাজ্যে আপাতত তিনদিন পূর্ণাঙ্গ লকডাউন, মেট্রো-ট্রেন চলার ইঙ্গিত

ওয়েব ডেস্ক : সেপ্টেম্বর মাসে রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউনের নতুন দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের পক্ষ থেকে পূর্ণাঙ্গ লকডাউনের দিনের তালিকা ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ লকডাউন হবে আগামী ৭ সেপ্টেম্বর (সোমবার) , ১১ সেপ্টেম্বর ( শুক্রবার) , ১২ সেপ্টেম্বর (শনিবার)। অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই তিনদিন পূর্ণ লকডাউন হবে। এই পূর্ণ লকডাউনের দিন ঘোষিত হয়েছে আপাতত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পরবর্তী সময়ে আর কোন কোন দিন পূর্ণ লকডাউন হবে তার দিন ঘোষিত হবে।

আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে সব স্কুল ও কলেজ। মুখ্যমন্ত্রী জানান, পয়লা সেপ্টেম্বর থেকে কেন্দ্রের পক্ষ থেকে মেট্রো ও লোকাল ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে রাজ্যের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হলে ভালো। সামাজিক দূরত্ব মেনে চালাতে হবে মেট্রো। অর্থাৎ রাজ্যে মেট্রো ও লোকাল ট্রেন চললে রাজ্য সরকারের যে আপত্তি নেই তারই ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর ঘোষণায়। সেই ইঙ্গিত আরও জোরদার হয়েছে বিমান চলাচল নিয়ে ঘোষণায়। সেখানেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পয়লা সেপ্টেম্বর থেকে মুম্বই, দিল্লির মতো ৬টি হটস্পট থেকে রাজ্যে সপ্তাহে তিন দিন বিমান চলাচলে তাঁর আপত্তি নেই। সংক্রমণ রুখতে মুম্বই, নাগপুর, পুনে, দিল্লি, আমেদাবাদ থেকে রাজ্যে বিমান নামতে দেওয়া হয় না। কিন্তু সেই কঠোর বিধি এবার শিথিল করতে চায় নবান্ন।